রক্তদানে মুমূর্ষু রোগী ,
ফিরিয়া পাই পূর্ণ জীবন ।
তরল এ পদার্থের জন্য কেউ বা
হাড়িয়ে যায় শুন্য হয় ভুবন ॥


কেউ বা কাঁদে মা হারানোর যন্ত্রনায় ,
কেউ বা কাঁদে রক্ত শুন্য সন্তান হারানোর তাড়নায় ।
শুন্য জীবন পড়িয়া রয় পূর্ণ ভুবনের মাঝে
যতঁটুকু পার জীবন উৎসর্গ কর
মানব সেবার কাজে ॥


হঠাৎ করিয়া ছাড়িয়া যাবে
পূর্ণ ভূবন কখন  ।
বীর বাঙালি রক্তদানে ,
করবে তোমায় স্মরণ ।


কখন জানি পরপারে ডাক
আসবে তোমায় ছাড়িয়া ।
রক্তদানের স্মৃতি থাকে ,
তনু থাকে পড়িয়া ॥