খোরশেদ আলম বিজয়


কতকাল শুনেছি গ্রামে
হলদে পাখির সুর ।
গতকাল দেখলাম আমি-
বৈশাখীর হলদে পাখি ,
যাচ্ছে দুর হতে বহু দুর ।


পরনো তাদের নেইকে কামিজ ,
শুধুই হলদে শাড়ি ।
হাতে পায়ে আলতা-নুপুর ,
মাথায় ফুলের তাড়ি ।
জানিনা ফিরে আসবে কখন
কে-বা কাহার বাড়ি ।


অনেকে আছে আসছে ছুটে
গণ সমুদ্রের মাঝে ,
সকালের খাবার পান্তা-মরিচ
আরও যে ইলিশের ভাজে ।


কেউ বা আসছে্ গ্রে-ফ্রেন্ডের
একটু দেখার আসায় ।
কারো চেখো হলদে পাখি
উড়ছে মন ছোয়ায়ের নেশায় ।


রাস্তার মাঝে লেগেছে জ্যাম
ঘন্টা ধরে যাচ্ছি নিজেকে ভুলে ?
না না না পড়ছে মনে ,
ওরা হলদে পাখি যাচ্ছে রমনার বটমুলে ।