বৈশাখ জৈষ্ঠে নানার বাড়ি
যাইতে ভাল লাগে ।
তাল-তরমুজ লিচু রেখে
আম খাইতাম আগে ॥


নানীর যেমন বকুনি
নানার তেমন ঝাকুনি
শুনতাম নারে আমি
পাড়ার ছেলের সাথে খেলতাম
চোর পুলিশ আর আসামী ॥


পলাটু খেলার ছলে
উঠতাম গিয়ে গাছে
নানা শুধু আমার সাথে
তাল মিলিয়ে নাছে ।


নানি শুধু বলত তুমি
উঠবা না আর গাছে
শয়তান কিন্তু থাকবে
এবার তোমার কাছে পাছে ।


গাছ থেকে পড়ে গেলে
ভাংবে তোমার ঠ্যাং ।
তখন তুমি হয়ে যাবে
দেখতে কোলাব্যাং ॥


নানা বলত থাক তুমি
শুধুই আমার কাছে
তখন তুমি উঠবা না আর
কোনই আম গাছে ।
তখন তুমি বলতে পারবা
আমার নানাবাড়ি আছে ॥