বৃষ্টি তুমি বড়ই পাজি
হটাৎ ডেকে মেঘের বাজি ।
জলকে করে বিয়ে ,
কদম-কেয়ার গন্ধ মাখো
ঝর ঝর ঝর ঝরতে থাকো
বিরতি না দিয়ে ॥


যায় না বোজা মতি-গতি
কর যে তুমি কত ক্ষতি
লম্বা যে তার লিষ্টি ,
ঘর-বাড়ি আর উঠান ভাষাও
রোদকে তুমি কেবল শাষাও
করে   আতিবৃষ্টি  ॥


শিল্পি কবি ভাবুক মানুষ
কল্পনাতে উড়াই ফানুষ ,
করেন তোমার বন্দনা
যতই কর বিরক্ত তুমি
বলেন তোমায় মন্দ না ।


কিন্তু যারা কাগজ কুড়াই
নুন আনতে পান্তা ফুরাই ,
একটাই যার সাদা জামা
তার কাছে যে সত্তিই তুমি
বিরক্তিকর বৃষ্টি নামা ॥