পরীক্ষাতে পাশ করিলে ,
বিদ্যার্জন হয় না ।
সুন্দরী তো হয় না সবে ,
পরলে সোনার গয়না ॥


কোর্ট-প্যান্ট থাকলে পরে ,
মানুষ তো আর হয় না ।
চকচক করলে তো আর ,
সোনা তারে কয় না  ।
যতই ধোয়া দাওনা তুমি ,
কয়লা সাদা হয় না ॥


সত্য পথে থাকলে কভু ,
মিথ্যা কাছে রয় না ।
সাদা-কালো দেখে কভু ,
মানুষের বিচার হয় না ।


মুখে দাঁড়ি থাকলে সবে ,
হাফেজ তো আর হয় না ।
টাকা-পয়সা থাকলে তো আর ,
সৎ মানুষ হয় না ॥