তুমি যাবে ভাই যাবে মাের সাথে
আমাদের ছোট গাঁয় ।
চারিদিকে অথৈয় পানির ঢেউ
চিক চিক করবে সূর্য্যের আলোও ॥


এসব দেখতে যাব মোরা
দুরের এক মাঠে ।
সেখানে বাঁধা থাকবে নাও
কোন এক ঘাটে ।


একখানা নাও নিয়ে মোরা ,
ছুটাবো বুক চিরে পানি ।
দুর মাঠে গিয়ে থামবো
তুমি আর আমি ।


ঐখান থেকে দেখবো চেয়ে
আকাশে কালো মেঘের ভেলা ।
তার ভিতরে বিদ্যুৎ চমকে চমকে
    করবে খেলা ।


যখন গুড়গুড় করে ,
বজ্রপাত ডাকবে মেঘের ভিতর ।
আমরা দুজনে নৌকা ছেড়ে
দিব তখন দৌড় ।


দেখবে তোমার কত মজা
হবে দিতে যে দৌড়
এক দৌড়ে এসে পরব
ছোট্ট গাঁয়ের ও ভিতর ।


তখন দাদি নানান পিঠা
গড়বে চালের আটা দিয়ে।
তুমি আমি খাব আয়েসে
খেজুরের গুঁড় মাখিয়ে ।


এরপর আবার বাইরে যাব ,
ছাতা মাথায় দিয়ে ।
মাছ ধরতে যাব নদীতে
সাথে তোমায় নিয়ে ॥


দুজনে মিলে ধরবো মাছ
খেপন  জালটি বেঁয়ে ।
বুঝবে তুমি কত মজা
নদীর মাছটি খেয়ে ॥


মাছ ধরা হয়ে গেলে
আসবো ফিরে বাড়ি ।
কলসি কাখে যাবে বধু
পরে রঙিন শাড়ি ॥


মাছ নিয়ে বাড়ি ফিরব
আমরা দুজন মিলে ।
দেখবে সবাই করবে মজা
আমাদের কে পেলে ॥


এরপর খাবো ভাত
মাছের ঝোলের সাথে ।
মাছের মাথা তুলে দেব
আমি তোমার পাতে ॥


ভাত খাওয়ার পরে মোরা
আড্ডা দেব জমিয়ে ।
আড্ডা দেওয়া হয়ে গেলে
দুজনে পরবো ঘুমিয়ে ॥