এখন পাতায় ভালো লিখতে না পারি-
মনের কলম কবে গিয়েছে শুকিয়ে;
হিসেব খাতায় শুধু লেখালেখি করে
কলমের কালি সব গিয়েছে ফুরিয়ে!
জীবন খাতার পাতা উল্টায়ে দেখি-
পুরানো পাতায় কত পড়ে আছে ধূলী;
সমুখের পাতাগুলো ধবধবে তবু
শূন্য থালার মত পুরোটাই খালি!
বাহিরে প্রখর আলো করে জ্বলজ্বল,
তারি মাঝে অন্তরে গহীন আঁধার-
অলেখা পাতার মত আগামীর দিন
সমুখেই পড়ে আছে শূন্য আকার!