চিনি মিষ্টি, মধু মিষ্টি, মিষ্টি যে সন্দেশ-
তাহার চেয়ে মিষ্টি মাগো তোমার উপদেশ।
মিষ্টি পিঠা, মিষ্টি মিঠা, মিষ্টি খেজুর গুড়-
তাহার চেয়ে মিষ্টি লাগে শীতকালে রোদ্দুর।
রসগোল্লা মিষ্টি ভারি, আর মিষ্টি দই,
খেজুর গুড়ের সাথে নাকি মিষ্টি লাগে খই,
গাজরের হালুয়া মিষ্টি, মিষ্টি যষ্টিমধু-
তাহার চেয়ে মিষ্টি লাগে জাদুকরের জাদু।
তালমিস্রি মিষ্টি অতি, মিষ্টি আনারস,
আর মিষ্টি পৌষমাসে খেজুরগাছের রস,
মিষ্টিআলু সেও মিষ্টি, মিষ্টি আপেল কুল,
স্বল্প হলেও মিষ্টি তবু জাম্বুরা, জামরুল,
পাকা কাঁঠাল মিষ্টি অতি, মিষ্টি পাকা আম-
তাহার চেয়ে মিষ্টি নাকি যশ-খ্যাতি-নাম।
খরার সময় সবার চেয়ে মিষ্টি নাকি বৃষ্টি-
আমার মেয়ের মুখের হাসি তারও বেশি মিষ্টি।


---২মে, ২০১৭




দ্রষ্টব্যঃ ছড়াটি ৫মে ২০১৭ তারিখে এখানে
প্রকাশ করা হয়, ভুলবশত মুছে গিয়েছিল;
তাই পুনরায় দিলাম, দুঃখিত।