প্রেম করবি কর, পরাণভরে কর;
তবে প্রেমের আগে প্রেমের জ্বরে কাপিস নে থরথর।
প্রেম যে আলোক শিখা হয় যদি সে সিধা,
মেকি প্রেমের অনলে তুই দহিসনে তোর ঘর।
প্রেম করবার তরে এই ধরণীর পরে
শক্ত লাগে মন, স্বচ্ছতা অন্তরে;
মেকি প্রেমে মজে জনম করিসনে বরবর।
প্রেমের আগে প্রেমের জ্বরে কাঁপিসনে থরথর।
প্রেম মানে পিরীতি, থাকবে সেথা ভীতি,
ভক্তিভরা-শ্রদ্ধাভরা প্রেম মানে স্থিতি;
ভক্তিছাড়া প্রেমের পাতা ঝরবে ঝরঝর।
প্রেমের আগে প্রেমের জ্বরে কাঁপিস নে থরথর।
প্রেমে অনেক মধু টিকলে তবে শুধু-
ছুটলে পরে প্রেমের বাঁধন দেখবি চোখে ধু ধু।  
প্রেম যে আমানত- আত্মারই শপথ,
মৃত্যুবধী চলতে দে রে প্রেমেরই স্রোত।
নগদ পাওয়ার লোভের আশায় খাঁটি প্রেম দিস নে ভাসায়,
ঝড়ের কালে নৌকা ফেলে যাসনে বালুচর।
প্রেমের আগে প্রেমের জ্বরে কাঁপিস নে থরথর।
প্রেম যে  সুখপাখি সুখের সময় ডাকি,
দুখের সময় প্রেম যে পালায় সকল অঙ্গ ঢাকি।
প্রেম করবার আগে যদি প্রেমের আবেশ লাগে
বরিতে যাও অধিক সেধে ভাগবে আগেভাগে;
বর্ণচোরা প্রেমের ধরণ রং বদলায় যখন তখন
মনের যত সরল চেতন করবে জ্বরজ্বর।
প্রেমের আগে প্রেমের জ্বরে কাঁপিসনে থরথর।