নয়নে নয়ন মেলে দেখি যতবার
ও নয়নে ভেসে ওঠে সেই অভিসার-
সেদিনের সব কথা,
প্রেম ভরা ব্যাকুলতা,
স্মৃতির মণিকালতা
দোলে বারবার।
ও নয়নে ভেসে ওঠে সেই অভিসার।


মুখখানি মেঘে ঢাকা- মলিন আঁধার-
পুরানো স্মৃতির ভারে নীরস আকার।
সেদিনের রাশিরাশি
অধর রাঙানো হাসি
কোথায় গিয়েছে ভাসি
সময়ের পার-
মুখখানি মেঘে ঢাকা- মলিন আঁধার।


সুদীর্ঘ বছর পর কেন যে আবার
ক্ষণিকের সে আবেশ এলো এই দ্বার!
যে আবেশে ঠেসে ঠেসে
ভালোবাসা যেত ভেসে
সে আবেশ অবশেষে
দিল উপহার-
গহীন হৃদয় মাঝে শত হাহাকার।


আজি পরপ্রিয়া তুমি- যা ছিলে আমার
সাজিয়ে নিয়েছ আজ নব সংসার।
ক্ষণিকের এ দর্শন
হৃদয় করে ক্ষরণ
বয়ে যাবে আমরণ-
শংকা আমার।
আজি পরপ্রিয়া তুমি- যা ছিলে আমার।


এখুনি চরণ দু’টি সমুখের পানে,
জানি, ধীরে চলে যাবে সংসার টানে।
ভুলি এ মুহূর্তখানি
নবসাথী সনে জানি
প্রেমের নতুন বাণী
গাহিবে সেখানে-
সুখী হও- আর কিছু চাইনা এ প্রাণে।


--৪ জুন ২০১৭