সেদিন তুমি কাঁদলে,
খুব কাদলে,
হয়তো কাঁদাবে বলে,
হয়তো না,
তবে আমি হাসবো,
বিজয় উল্লাসে হাসবো,
তোমায় হাসাবো বলে,,,
সে সুখ(শব্দ) গুলো
শহরের দেয়ালে দেয়ালে
প্রতিধ্বনিত হবে অব্যাক্ত
কথার বিস্ফরন হয়ে,
সমস্বরে গলা মিলাবে
পরিত্যক্ত বাড়ির অব্যবহ্যত ছাদ
এক কোনে অবহেলায় পডে থাকা
শুন্য চিলেকোঠা,
জীবন স্রোত থেকে ছিটকে পড়া
ভবগূড়ে পথিকের এলোমেলো প্রলাপ,,,
তুমি শুনবে তো?
কান পেতে?
তুমি হাসবে তো?