বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার মুখের বুলি
বাংলা তোমায় বড় ভালবাসি।
ইতিহাসের পাতায় লেখা
বাংলা ভাষার জয়ধ্বনি।


ইতিহাস গড়েছ যারা
দিয়ে বুকের তাজা রক্ত
ফুল দিয়ে সম্মান জানাই
তাদের স্মৃতি স্তম্বে।


রক্ত দিয়ে গড়া মাতৃভাষা
এখন আর নাই সে ভাষা
বাংলার সাথে ইংলিশ‌ ছাড়া
কথা বলতে পারি না আমরা।


একদিন শুধু ফুল দিব
কথা বলব বাংলিশ
হায়রে সালাম,বরকত, রফিক ও জাব্বার ভাই
তোমরা কি তা জানতে?


খানিক বাংলা খানিক ইংলিশ‌
রেডিওর আর. ঝে ভাইদের ঝকঝকে ভাবে ভরা।
আমার ভাষা মায়ের ভাষা
ভুলাইয়া দিচ্ছে তারা।


এভাবে যদি চলতে থাকে বাংলা
হয়ে যাবে বাংলিশ তার নাম
পরবর্তী প্রজন্ম ভুলে যাবে
বায়ান্নের রক্তের দাম।


হয় বলি বাংলা,না হয় বলি ইংলিশ‌
বাংলার সাথে ইংলিশ‌ মিশিয়ে
বাংলা ভাষার অপমান না করি
যদি বাংলা কে ভালবাসি
শুধু মুখেই যাতে না বলি
অন্তরে অঘাত ভালবাসা পুষি।