ঐ দেখা যায় পাহাড়
চলেইতো এসেছি প্রায়
পাহাড়ের ঠিক পিছনেই
অবস্থান আমার মনপাখিটা।


আর একটু যেতে হবে
হাট ছি একটু কষ্ট হলেও
যতই হাঁটি পাহাড় টা যেন
ভয়ে দূরে ই পালায়।


মরু পথের বালি গুলো
অভাব দেখায় নি ভালবাসার
টেনে ধরে যাস নে ছেড়ে
আমি বলি ঐ দেখা যায় আবাস
আমার মনপাখিটা।


হাঁটছি তো হাঁটছি
যাচ্ছি তো যাচ্ছি ই
পাহাড় শুধুই দেখাই যায়
আর মনে হয় আমায় দেখে
সে দূরে পালায়।


ক্লান্ত আমি অনেক বেশি
তবুও মনে হয়, চলে ই এসেছি
চোখটা যেন সেই পাহাড়ের চূড়ায়।