সব কিছুর মানে চাই
অকারণে কিছু কী নাই?
সব কিছুই অলীক মনে হয়
অলীক হওয়া কী স্বাভাবিক নয়?


সকাল থেকে রাত্রি অবধি
অনেক মানুষের ইতিহাস দেখায়
মনে হয় যেন সব স্বপনের ঘোর
ঘোর টা ঠিক কেটে গেলে
আপনার ইতিহাস বড়ই হাসায়।


প্রশ্নের সমাহার সাজিয়ে রাত্রি হয়
উত্তর গুলো পাওয়া নাহি হয়
আবার নতুন সকালের দেখা হয়
দিন শেষ,রাত শেষ, শেষ ও হয় সপ্তাহ
মাস ও বছরটাও নাহি করে অপেক্ষা।


ভাবনা ও কল্পনায় হাজার স্বপ্নগুলো হারায়
এই আছে, এই নেই, এটা চাই,ওটা চাই
ভেবে ভেবে সময় হারায়
ওপারের ভাবনা যখন আমায় ভাবায়
সব কিছুই মিছে মনে হয়।