বলতে চাওয়া অনেক শব্দই নিয়ত মগজে খেলে-
কিলবিল করে ভাবনার মথ, একটু সুযোগ পেলে
পাখা মেলে উড়ে যেতে চায় তোমার কাছে।
তবু দেখো! চতুর সংকোচের চক্রান্ত কেমন!
গলা টিপে মারে, লেগে থাকে কত কথা শব্দের লাশে
পাখা গজালেই ছেঁটে দেয় ব্যাকস্পেস, নিষ্ঠুর ভীষণ!


একদিন এভাবেই আমারেও খেয়ে দেবে সংকোচ,
একদিন তুমিও ছাঁটা পড়ে যাবা ব্যাকস্পেসে...


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
৩ জুন ২০২২