সন্ধ্যে হলে পাখিরাও তো ফিরে আসে
আবছা আঁধারে দিক ভুল করে কই?
রোজ রাতে তারা ফোটে, চাঁদ ওঠে
পথ খুঁজে বাড়ি ফেরে পরিযায়ী সরালী


কবেকার নিখোঁজ জাহাজ ফিরেছে ঘাটে
বিলুপ্ত মাছের মত- ফাগুনও ফিরে আসে
শুধু তুমি আর আসো নাই।


এখানে ফিরে আসা আমাদের নিয়মে নেই।


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
১৪ ফেব্রুয়ারি ২০২৩