আহা! এমন হাওয়ার রাত;
মাছেদের মতো উড়ে উড়ে গেলো মেঘ কোথায়
এই এলো, ঢেকে দিলো চাঁদটারে কালো চুলে
ফের দেখা দিল আকাশ, হাহাকার জোছনা...
দেবদারুর ঘন শাখায় হাওয়াদের হলো সংঘর্ষ
নেই রক্তপাত তবু আহত হলো বুকের উর্বরতা
শোনা গেল বুক চিরে আসা এক ভৌতিক চিৎকার
এমন হাওয়ার রাত- আলো ছিলো তবু
নক্ষত্রের নীচে এ কেমন গাঢ় নীল অন্ধকার!


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২ অগাস্ট ২০২৩