বিষাদের রঙ গায়ে হলুদ মেখে
হেমন্ত আবার এসেছে ফিরে
কুয়াশার দাগ রোজ ছুঁয়ে যায়
আমাদের অচ্ছুৎ অজপাড়াগাঁয়
কাঠগোলাপের শাখায়
যদিও এখন সেখানে ভীষণ শূন্যতা
বিষণ্ণতায় সাদা শিউলির কোলে দেখ
টুপটাপ ঝরে শেষ রাতের বিশুদ্ধজল
কান্নার মত শোনায় শিশিরের ফোঁটা


রাতের আকাশ ধীরে বুকের ভেতর নামে
সন্ধ্যের কপট আঁধার কফের মত জমে
অথচ এমন তারার আলো
ভুল বুঝে দিকভ্রান্ত হয়, পাখি পথ হারায়
তবুও হারিয়ে যাওয়া পাখি গান গায়
এমন স্নিগ্ধ চাঁদ, জোছনাও ডাকে
শারদী কাশবন জানায় প্রগাঢ় আহ্বান
তোমাকে
ফিরে এসো ফের কোনো এক বিষণ্ণ সন্ধ্যায়


ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
১৩ অক্টোম্বর ২০২০