তোমার জন্য কবিতা লিখেছিলাম-
অন্তত কয়েক হাজার,
বেশ্যার মতো শরীরী সুখের আশায়
গা খুবলে খায় কবিতার।


ধূসর পাণ্ডুলিপিতে এই অভিজাত রাষ্ট্র
আজ রক্তের দাগ মোছে,
চেয়ে দেখো, তোমার মহান ঈশ্বর
কেমন তরুণ কবির রক্ত চোষে,
বিক্ষত মানচিত্রের লাশ নিয়ে খেলে
তোমার বুর্জোয়া দোসর!


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২০১৮