নাপাম বোমা যে ছুঁড়ে দিলে, মরে গেল পৃথিবীর সব ফুল
পাখিরা সব উবে গিয়ে এখন শহরে শুধু যান্ত্রিক কোলাহল
ভালোবেসে বুকের ভেতর যে ঘাই হরিণী পুষেছিলাম
বুলেটের ঘায়ে মরে গেল, মাংস খেল পাহাড়ী লেপার্ড
নদীর জল সব শুষে নিলে, মাছেরাও হয়ে গেল পিতৃহীন
সীমান্ত কাঁটাতারে ঝুলে থাকে আমাদের সন্তান- ফেলানী।


কাঁদিনি, না, করিনি অভিমান, অভিযোগ করিনি
মরে গেল পিকাসো, গুলি খেল ডিলান, উৎপলও গুম
চোখের তারায় রঙ, জীহ্বার ডগার স্বাদ, গন্ধ সব উবে গেল
দেশ ভাগ হয়ে গেল, অংক ভুলে গেল ফ্যারাডে, তবুও
আমি উদাস কবি হয়ে যাইনি, হইনি বিপ্লবী চে গেভারা
হারাইনি দৈনন্দিন বাজারের ব্যাগ, হিসেব খাতা-
মাস শেষে পাবে কে কত, পানামার কে হল প্রেসিডেন্ট
চায়ের কাপে বিতর্কে শান দিতে ভুলি নি যৌক্তিক মারপ্যাঁচ
ভুলি নি কিভাবে দিতে হয় বিসিএস, গালিগালাজও দিতে জানি।


শুধু জানি না কীভাবে কোথায়
কবিতার খাতাটা নিরাপদে রাখা যায়!


ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
১৫ অগাস্ট ২০২১