তবু আজ হউক ঝরা শিউলির গান-
আমরা মূলত আদিম শ্রোতা, কান পেতে শুনি
রোদের খেলা, কচ্ছপের সঙ্গম, চৈত্রের কাফন
আনত বৃত্তে আহর্নিশ বেঁচে থাকি গোলকধাঁধায়


ধীরে ধীরে বড় হয় ছায়া, বুড়ো হয় পৃথিবী
ঘোড়া ছুটে চলে কত মাঠ, পাতাহীন বৃদ্ধ গাছ
আলোহীন আদিম তারার মত অপলক দ্যাখে
কোন সাগরের টানে অন্ধ নদী কোথায় ভেসে যায়!


সারসের হৃদয়ে মাঘের শীত, উত্তরের হাওয়ায়
খয়রী পাতার মত শিশিরে ভিজে স্মৃতি অম্লান
শোনো- কোথায় যেন হরিণের বিষণ্ণ আর্তনাদ
ঘন উপত্যকায় প্রতিফলিত মৃত্যুর মত শোনায়


আজ গাই চলো পাতা ঝরা বৃক্ষের গান-
মানুষের দুঃখ মূলতঃ মহাবিশ্বের সমান।


কাজলা, রাজশাহী
৯ ডিসেম্বর ২০২৩