তোর বিরহ কান্দাছে মোক বন্ধু রাধিকা,
বাঁচায় দে তুই জিউ ভরিয়া কৃষ্ণপ্রাণাধিকা।


কান্দেছু মুই ওগে কান্দে মোর কালা বাঁশিখান,
কি যাদু তোর পিরিত বন্ধু ধড়ফড়ায়ছে পরাণ!


মোর মথুরা তুই যে মোর নির্বাসনের বাস,
তুইহে জোসনা মোর, পইসাঞ্ঝের আঁতাত।


তাহ কি শুনিস বন্ধু গে তুই চন্দ্রকান্তা,
বাঁচায়ে দে মোক তুই একবার আসিয়া।


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২০১৯