কোমল স্বরেরা যখন মরে যায়,
সংগীতের স্পন্দন জাগে স্মৃতির পাতায়—
যখন শুকিয়ে যায় প্রিয় শিউলিফুল
পরিচিত কিছু গন্ধের রেশ তবুও রয়ে যায়।


যখন গোলাপেরা ঝরে যায়,
ঝরাপাতার ঠাঁই মেলে প্রিয়তমার শয্যায়;
আর যখন তুমিই চলে যাও,
হয়ত ভাবো, চিরন্তন প্রেমও নিভে যায়।


মূল- Percy Bysshe Shelley (Music, when soft voices die)


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২৪ জানুয়ারি ২০১৯