উদার আকাশের বুক চিড়ে দাঁড়িয়ে থাকা
তুমি এক নিঃসঙ্গ, ভীষণ একা,
গাঁয়ের প্রান্তে তুমি কিংবদন্তীর ভূত,
শতায়ু তোমারে করেছে বড়ই অদ্ভূত!


কতশত পাখি এলো, পোকা গেলো
পেলো নির্ভরতা, নিরাপদ আশ্রয়
তোমার শরীর ঝড়-বজ্র সহে বাঁচালো
কতো গ্রাম, জনপদ, মানুষ- হায়!


কী পেলে সন্ধ্যের আবছায়া আলোয়?
হায়! তবুও তালগাছ রয়ে আছে দাঁড়ায়।


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২০১৯