মাঝ রাত ফাঁকা হাইওয়ে
ঘোর ঘোর লাগে
অবাক শূণ্যতা


ক্লান্ত গাড়ি উষ্ণ ইঞ্জিন
নুয়ে চলে কাঁধ
নেই আর ব্যস্ততা


এই রাতে আর ঘরে ফেরার তাড়া নেই-
পথ চেয়ে বসে নেই কোনো কুহকী
বিষণ্ণ পকেট ফসকে উবে যায় বিষাদও
ভয় নেই, ডাক নেই, ফুরিয়ে গেছে কথা
টলমল পায়ে উদ্দেশ্যহীনতায় এখন শুধু
মধুপায়ী সন্ন্যাসীর বিস্তৃত পথ হাঁটা...


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
৮ সেপ্টেম্বর ২০২২