উত্তরের দিক যাও যদি বইলো আমারে
সীমান্ত এলাকায় এখন ভীষণ ঠাণ্ডা হয়
ওইখানে একজনরে আমার কথা কইয়ো
তারে আমি ভালোবাসতাম একটা সময়


ওখানে যদি দেখতে পাও তুষারকণার ঝড়
নদীর ঠাণ্ডা জল সব উষ্ণতা কাইড়া নিছে
দেইখো তো হাড় কাঁপাইনা এই শীতের মধ্যে
গরম জামা কাপড় পইরা আছে নাকি সে


দেইখো তো চুল তার এখনও লম্বা আছে না কি
চুলগুলা বারবার খালি তার বুকখান ঢাইকা দিত
দেইখো তো এখনও তার চুল লম্বা রাখছে না কি
তারে আমার এইভাবে দেখতেই ভালো লাগত


সে আমারে মনে রাখছে কি রাখে নাই জানি না
কত হাতজোড় কইরা কত অনুরোধ করছিলাম
দিনের বেলায় যখন ঘর জুইড়া আলো হইতো
তারে মনে কইরা রাইতের আন্ধারেও কানসিলাম


উত্তরে বেড়াইতে যাও যদি বইলো কিন্তু আমারে
ওই সীমান্ত এলাকা দিয়া ভীষণ ঠাণ্ডা বাতাস বয়
মনে কইরা কিন্তু ভাই তারে আমার কথা কইয়ো
তারে আমি ভালোবাসতাম, এখনও বাসি বোধ হয়


Bob Dylan এর Girl from the North অবলম্বনে...


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২২ নভেম্বর ২০২১