যত ভিতরে উঁকি দিই
গভীর নীল, নীল আর নীল.
সেই নীলেরা উঠে আসে
আমার নিঃশ্বাসে।
পিছন ফিরে দেখছি অনেকবার,
তুমি আছো, ছিলে
প্রতিটি বিশ্বাসে।  


চোখ দুটি বন্ধ করি,
যেন বর্নহীন একটি লেন্স
টুপ্ করে ঝরে পড়ে।
সেই লেন্সে দেখি,
সাতকাহন এর গল্প।
শিরায় উপশিরায় বয়ে চলে,
বেদনার ভিটামিন।  
আবার সবটুকু ফিরে আসে,
হৃদযন্ত্রে, অন্তহীন।


যা কিছু বলতে চেয়েছি,
তার কিছুই বলতে পারিনি,
কবিতার মধ্যে, গল্পের মধ্যে,
অনিরুদ্ধ!
তুমি বিষন্নতা,
আমার রোমান্সকে, আমার ভালোবাসার গানকে
বারবার মুছে দিয়েছো
ক্লান্তিবিহীন নোনা জলে।