তুমি কি জানো, কতশত বার,
কতশত বার বলেছি নিজমনে,
তোমাকে না দেখাই হতো আমার আশীর্বাদ।  
তুমি শুধু জানো, তোমাকে দেখে হয়েছি আমি নিঃস্বঙ্গ,
কতশত লোকে অজান্তেই,
তোমাকে পৌঁছেছে সেই সংবাদ।
হাজার বছর ধরে শুধু কুড়িয়ে যাচ্ছি না-ফোঁটা ফুল,
কল্পনার পাখিরা দূর থেকে দূরান্তে, মেঘের ডানায় তোমাকে আমাকে নিয়ে ভেসেছে,
চুপ করে শুনেছি আমি বাস্তবতা আর স্বপ্নের অহেতুক বিবাদ।
এই জন্মে তোমার সাক্ষাৎ না পাওয়া আমি,
তোমাকে কি খুঁজে যেতাম জন্মান্তরে,
গ্রহ থেকে গ্রহান্তরে?
এ হৃদয় হতো প্রেমহীনতার আবাদ।  
তোমাকে দেখার অভিশাপ তাই নত শিরে,
নিয়েছি মেনে নিয়তির পরিহাস,
হেসেছে অট্টহাসি,
মন জুড়ে তাই আজ বেদনার যাতায়াত,
বড়োই অবাধ।