মাঝে মাঝে বেদনারা খিল দেয় দরজায়,
কিছুতেই মন ভাঙ্গানো যায় না তার,
চুপ চুপ করে বলি,
বাইরে এস,
থেকো না নিস্তব্ধতায়।
দুঃখরা অভিমান করে বসে আছে,
চাপা চাপা কালো মেঘ করে,
বলি ওদের,
ভাসিয়ে দাও আরেকবার,
ভাসাও এবার আমায়.
তবু কেমন অভিমানী বলো?
কিছুতেই আসে না,
আসে না আমার কবিতার খাতায়,
আসে না, কিছু হিবিজিবি জঞ্জাল বাড়াতে,
যারে আমি বলি, পংক্তি কবিতার।  
ভার হয়ে বসে থাকে, দিন নেই,
রাত নেই,
রাত্রি দ্বিপ্রহরে কেড়ে নেয় ঘুম,
চোখের কোলে জমে থাকে,
যেন এক গভীর সন্ধ্যা নিঝুম।  
মাঝে মাঝে বেখেয়ালে,
চলে আসে যেন,
দীর্ঘনিশ্বাস,
হারায় কি তা,
যা পাও নাই?
তবে কেন এমন দুঃখ বলো?
উত্তর নেই, শুধু নিশ্চুপ.