চাঁদের গল্প


কাল রাতে যে চাঁদটি দেখেছিলাম,
তার পুরোটা জুড়ে ছিল মেঘের আচ্ছাদন।
তবু তার রূপ যেন চারিদিক উদ্ভাসিত করছিলো।
চাঁদের ওই দৃশ্য মনে আঁকা পোট্রের্ট,
চাঁদ কখনোই আশাহত করে না আমাকে,
আমার দিকে আঙ্গুল তুলে বলে না,
এই মেয়ে তুমি কলঙ্কিনী!
তুমি রূপহীন!
কারণ, চাঁদের নিজেরও একটি গল্প আছে,
সেই গল্পে একটি মাসের মধ্যেই,
সে পাড়ি দেয় ঘোর অমানিশা।
কখনো সে শীর্ণকায়,
কখনো বা অদৃশ্য হয়তো মেঘের আড়ালে।
আর দিন হলে তো অতি উজ্জ্বল সূর্যের পাশে,
সে কেউ নয়!
তবু রাত্রি হলে চাঁদকে কে না চায়!
কে আছে, তার মতো সমগ্র আকাশ জুড়ে।  


চাঁদের নিজের ও একটি গল্প আছে,
মাস পাড়ি দিয়ে সে উজ্জ্বল পূর্ণিমার
আলোতে সমস্ত অন্ধকার রাত্রিকে জয় করে।  
আবারো অমাবস্যায়,
সে কলঙ্কিনী,
পূর্ণিমায় মোহময়ী,
আবার সতত আমার সহমর্মিনী।