কি আকুতি মনের মাঝে
একটি পংক্তি লিখার জন্যে,
একটি পংক্তি - ভালোবাসাতেও যায় না ছোঁয়া,
হারিয়ে যাচ্ছে কথার ভীড়ে।


হারিয়ে যাওয়া কথার মাঝেই,
ফিরে আসে প্রিয় ছন্দ,
নিজের সঙ্গে নিজেরই খেলা
বিশ্বাস অবিশ্বাসের নেই দ্বন্দ ।


দ্বন্দটাকে রুখবো এবার
স্বপ্নগুলো বোনার ছলে,
আপন তখন স্বপ্নটুকুই
কোনো মায়ার ছায়াতলে।


ছায়া সরিয়ে উঠে দেখি
এ যেন এক মায়ার খেলা,
ভুলে যাই আমার সত্যটাকে
তবে, থাকুক ক্ষনিকের আনন্দমেলা।  


অনেক প্রাচীন মেলার থেকে এক কবিরই আসর থেকে
পংক্তিটুকু আসবে ফিরে,
অন্য রূপে অন্য ভাবে
গান হয়ে সে ধরবে ঘিরে।


গানগুলো সব দুঃখ কেন?
স্মৃতির কথায় পূর্ণ সবি,
হৃদয় তার অনাদিকালের পবিত্রতায় উঠছে ভরে
আবির্ভূত সুন্দরতায় সেই সে আমার আপন কবি।