মাঝে মাঝে অবুঝ হতে ইচ্ছে করে,
উদাস দীঘির একলা পাড়ে,
পদ্ম পাতার মাঝখানেতে
বসে হতে পানকৌড়ি।


মাঝে মাঝে একলা বসে,
গোমড়া হয়ে গাল ফুলিয়ে,
ইচ্ছে করে চোখের পানি না লুকিয়ে,
অনেক করে কেঁদে ফেলি।

মাঝে মাঝে কেউ বা কখন
হয়তো কোনো বন্ধু আপন,
হাতটি ধরে বলবে বসে,
আর কিছু নয় নাই বা বল,
শুধু চোখ দুটি খোলো,
দেখো আমি আছি তোমার,
খুব কাছেতে, আপন হয়ে.


মাঝে মাঝে আহ্লাদেতে,
বলতে বড় ইচ্ছে করে,
আজকে একটু ভর্তা দিয়ে
ভাত খেতে খুব ইচ্ছে করে,
পানির ঠান্ডা গ্লাসটি তখন  এগিয়ে দিয়ে আদর করে,
ছোটবেলার দুপুরবেলা ফিরিয়ে দিয়ে
আমার কোলে।


মাঝে মাঝে বলতে আমার ইচ্ছে করে,
বড় আমি হইনি  জানো,
সবার মনটা বুঝতে আমার
বারে বারে কেন হবে?
আমার মনটি বুঝতে বলো,
কে এসেছে, কে কবে?


মাঝে মাঝে ইচ্ছে করে সমুদ্র তীর,
ঢেউয়ের মেলায় ,  
সূর্যডোবার পালা দেখে,
ফিরছি আমি তার কাঁধেতে মাথা রেখে,
পরম কোনো আশ্বাসেতে,
কালকে নিয়ে নাই বা  ভেবে।


মাঝে মাঝে অবুঝ হতে
খুব করে খুব ইচ্ছে করে.