তোমাকে ছাড়া দেখো, একটি জীবন কাটিয়ে দিলাম।
তুষার ঝরে পড়া নৈঃশব্দের রাতে,
প্রেম আর না পাওয়ার সংঘাতে,
বিধাতার সাথে অভিমানে, কথায়,
খুঁজে নিয়েছি, শিখেছি আমি মেনে নেয়া।


সব পাবো বলে জন্ম নেইনি,
এক গভীর বোধকে সঙ্গী করেছি,
হিরাজহরত কখনো চাইনি,  
পালাবদলের দিন শেষে, চেয়েছি শুধুই স্বস্তি,
যেটুকু পেয়েছি যুদ্ধশেষে,
জয়ী যোদ্ধার মালা সে তো নয়,
নয় পরাজিতের জীবন,
তবু তা ছিল,
এক জীবনের মুক্ত পবন।  


চাওয়ার কখনো শেষ হয় না,
মৃত্যকে যে সম্মুখে দেখছে,
তার চাওয়া শুধু জীবনকে পাওয়া।  
বাৎসল্য সুখ না পাওয়ার দল,
প্রতি রাতে প্রাথর্না করে একটি শিশুর,
সে শিশুকে পেয়েও ভুলে যায় সে,
আশাহত হয়, ব্যথিত কখনো।
তোমাকে না পাওয়ার মাঝেই হয়তো,
লুকিয়ে আছে সবটুকু পাওয়া।  
একটি জীবন দেখো তুমি, কেমন কাটিয়ে দিলাম।
সে উত্তর খুঁজে, হয়তো কিংবা হতে পারতো,
স্নপ্নমালার সাগরেই ঘর বেঁধেছি বহুকাল।


তোমাকে না দেখে, তোমাকে না পেয়ে,
একটি জীবন।