হাজারো চোখের ভিড়ে, আমি দুই জোড়া চোখ খুঁজি,
চোখে চোখ রেখে যারা একটি স্বপ্ন দৃশ্যের অবতারণা করে.
হেমন্তের পাতা ঝরে পড়া বাতাসে,
কিম্বা সমুদ্রের নোনা হাওয়ায়,
যেমন করে জীবন ভুলে থাকা যায়.
দুই জোড়া চোখে আমি তেমন দৃশ্য খুঁজি.
সহজ যোগাযোগের ভিড়ে, যারা অনন্ত কাল একটি ভালোবাসা বাক্যের অপেক্ষা করে,
'তুমি ভালো আছো তো?'
আমি ওই দুই জোড়া চোখ দেখার জন্য বসে আছি.
হাত বাড়ালেই তো ছোয়া যায়,
তবু কি এক মাহেন্দ্রক্ষণের তারা অপেক্ষা করে,
ওই দুই জোড়া চোখে প্রেম দেখবো বলে,
আমি বসে থাকি,
বসে থাকি, ট্রেন স্টেশনে, ভিড় ভাট্যার জঞ্জালে.
বসে আছি আমি, বালিময় সৈকতের
নীলাভ প্রান্তে.
দুই জোড়া চোখের ভালোবাসায়,
তেল লবণের হিসেব দেখতে চাই না,
বাস্তবতাকে পেছনে ফেলে কোন দুই জোড়া চোখ,
আমাকে একটি অমর স্তবক
এনে দেবে,
আমি আজও ওই দুই জোড়া চোখের অপেক্ষায়.