যে কোনোদিন আমাকে গ্রহণ করেনি,
তার কাছেই গ্রহণের প্রত্যাশা,
ভিতরের আমি দুমড়ে মুচড়ে কুঁকড়ে গেলেও,
কারো চোখে না পড়ার মতন করে সাজিয়ে রাখি চোখের কাজল
যেন চোখের জলে মুছে না যায়।
আঘাতের পর আঘাত পেয়েও ভালোবাসার দেয়ালে তাকে আগলে রাখি,
সেই তাকে যার কাছে আমি এক বিরাট রসিকতা।
কি এক অদ্ভুত মানব মন,
পরম করুনাময় এইবার মুক্তি দাও,
এই মন আর বইতে পারছে না।  
হাত দুটি বাড়িয়ে দিয়েছি,
অজস্র কোটি সময় পেরিয়ে,
সেই হাত শূন্যই ফিরিয়েছে মানুষ,
তবু বিধাতা তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছি ভালোবাসার,
আমি কিছুতেই ভালোবাসাকে অসম্মানিত হতে দিতে পারিনি।
কতটা রিক্ত হয়ে তোমার কাছে প্রত্যাবর্তন হে পরম করুনাময়,
আশ্রয় দিও তোমার কাছে, এতটুকু চাই ঈশ্বর,
অনেক দিয়েছো, তবু নির্লজ্জের মতো চাই,
বারবার চাই মানবের ভালোবাসা।
যদি না পাই, আশ্রয় দিও এই মনটাকে তোমার ছায়াতলে