স্মৃতি  


স্পর্শ করলে যদি নষ্ট হয়ে যায়,
যদি ভেঙে যায়,
তাই কখনো ছুঁতাম না ওদের।
ওরা যেন, বহুদিন আগে বই এর ভাঁজে তুলে রাখা,
গোলাপের পাপড়ি,
মুছে গেছে রং কিছু, তবু মোহময়।
তেমন সতেজ নেই, তবু লাস্যময়ী।
আধো কল্পনার আকাশে ভাসাতাম না ছুয়েই.
আবারো বইটিকে বন্ধ করে রেখে দিতাম তালাচাবি দিয়ে।
সদাসতর্ক থেকে, কেউ না দেখে ফেলে,
কেউ না ভাগ বসায় তাতে।
একদিন হঠাৎ ভেঙে যায় আগল,
গোলাপের পাপড়ি চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে।
আমি আকন্ঠ ডুব দেই ওই
মনোহরা সুবাসে,
যেটুকু কষ্টের নীল ছিল
মুছে ফেলি সযত্ন প্রয়াসে।
যেন সব ছিল গোলাপি অথবা লাল।
অচেনা কেউ আমাকে গ্রাস করে,
যেন এক প্রেতাত্মা ভর করেছে আমার ওপরে,
তেমনি হাসি, তেমনি গাই, তেমনি দাঁড়াই,
কোনো এক অতীতের আমি, যারে আমি আর চিনি না,
তারে আমি আর বুঝি না।
মুচকি হেসে প্রশ্রয়ও দেই তাকে।
সবকিছুই একদিন শেষ হয়ে যায়,
পরান উথাল-পাথাল ভালোবাসা তাও তো নিঃশ্বেষ হয়!!!
ছড়িয়ে পড়া পাপড়িগুলো একটি একটি করে তুলি,
অতি যত্নে, ভালোবাসায়।
আবারো বই এর ভাঁজে রেখে দেই তুলে,  
থাক না অনাদিকাল,
থাক না কারো খোলার অপেক্ষায়।