নবান্নের ধানের সুগন্ধে মৌ মৌ,
ক্ষেতের আইল ধরে বসে থাকা আমি,
কোথায় হারিয়ে গেল,
নির্জনতা, সবুজের সরলতা,
ভাবছি নিরন্তর!
কে হাত ধরে ডেকে নিয়ে যাবে,
শুধাবে জড়িয়ে ধরে 'কেমন আছো?'
কিসের জন্য এত দুরন্ত, ছুটছে অনন্ত,
মানুষ!
ক্ষণিকের খ্যাতি, মুহূর্তের জ্যোতি
মুহুর্মুহু করতালি!
যেনো কোথাও অনন্ত এক শূন্য মোহ
এক সুরে বাঁধছে কখনো,
কখনোবা ফেলছে ছুড়ে বিচ্ছিন্ন,
অদৃশ্য এক দানব.


একটু বসো, আমার পাশে,
তাকাও আকাশের দিকে,
সোনাঝরা রোদের ওম নাও,
অনুভব করো, গভীর নিশ্বাসে.


কোথাও তোমাকে ডাকছে পাখি,
না ক্যামেরা ধরো না!
ওকে গাইতে দাও, প্রিয় হারানো বেদনার গান.
এক তালে বাজাও তোমার বাদ্যযন্ত্র,
খুঁজো, এখানেই বেঁচে থাকার মন্ত্র.


চোখ দুটি বুজে, ভাবো.
কোথা চলেছ তুমি,
কোথায় রয়েছে তোমার অন্তর্যামী.

নবান্নের উৎসবে মেতে উঠেছে গ্রাম,
আমি শূন্য ক্ষেতের আইলের পাশে,
বসে আছি, শুধু অনুভব করবো বলে,
মহাজাগতিক নির্জনতা.