মেঠো পথ গেছে, যে পথ ধরে
পায়ে পায়ে দুরে বেঁকে
ছায়া সুনিবিড় শান্তির নীড়
বিকেলের রোদ্দুরে।
আকাশের শূন‍্যতা বুকে মেখে
সেখানেই তোমায় প্রথম দেখে ছিলেম।
অজানা দুটি মন,অচেনা পথ ধরে
প্রথম পরিচয়, তার পরে পরিণয়
পাশাপাশি চেনা পথ,
খুশিতে শুরু হয়
সুখ দুখ হাসিটায়
জীবনের মানে হয়,
অনুভূতির ভাগাভাগি
দু'টি মনে দোলা দেয়।
দিন শেষে রাত, রাত শেষে দিন হয়
কাটে রং মায়াতে,
অচেনা পথ চেনা হয় অবুঝের দেখাতে
কামনা বাসনা থাকে,স্বপ্নীল স্মৃতিতে  
মেঘ হয়ে ভেসে বেড়াই আকাশের নিলেতে।
জীবনে চলার পথে, আসে যদি হতাশা
অভিমান করে চলে হতাশার তমাশায়।
ধুয়ে মুছে যাক যতো অভিমান হতাশা
বিনিত বাসনা মাঝে শেষ হোক দূরাশা।


উৎসর্গ:
পনেরো বছর একসঙ্গে পথ চলার সঙ্গী কে।