নিজের জন্য আজকাল বিষণ মায়া।
তবু শিকলে বন্ধি আমার জন্য কারো মায়া নাই!
কতশত মায়ার মানুষ, আসে যায়, আমার মায়ায় কেউ আটকাই না।
মনে কত শখের উঁকিঝুঁকি তবু
শখ আমার সাথে তর্কে জেতে না।
ইচ্ছেরা শতশত শখ নিয়ে আসে, আমি বলি ভাই আমার যে শুধুই মায়ার শখ!


নিজেকে অনিচ্ছার অন্ধকূপে ঠেলে দিয়ে,
আবার নিজেই বলি এই কূপে অন্ধকারের চেয়ে অভাব বেশি!
এত অভাবের দুর্ভিক্ষে আমার অভাব টা যে মায়ার অভাব!
তাইত নিজের জন্য বিষণ মায়া।
দায়িত্ব, আর অনিশ্চিত আগামীর আবরণে দিন-রাত একাকার।
নিজেকে মায়ার সময় কই?


ভাবুক হয়ে ভাবি শৈশবের সেই আমাকে
আর আজকের এই আমি যেন অভিশপ্ত কোনো পাপিষ্ঠ কেউ!
তবে,পাপ খুঁজে পাই না, আশ্চর্য!


কতটা বছর নিঃসঙ্গ আমি বিষণ একা।
আছে সবাই, তবু কেউ নেই।
আপন সেজে আমার পাশে বেদুঈন সবাই
আমি কেবল একারই।


২৯-০৩-২০২৪