আজ কি আছে সেই ঠাণ্ডা হিমেল হাওয়া! আছেকি সে-ই বটের ছায়া!
না নেই,


তব আছে গরমে কপোকাত হবার, সেই-রকম ব্যবস্থা।


দিনের পরে দিন,পৃথিবী হচ্ছে অবাসযোগ্য!
তাহা ঠিক করবার নেই কোনো যোগ্য।


আমরাই নিয়ে যাচ্ছি তাকে শেষের দারপ্রান্তে,
করছি তাকে দিনকে দিন দূষিত।


তাহার শেষ কি তবে আমরাই করছি?


আবার,তাকে দূষণ মুক্ত কি আমরাই করব?


নাকি আমরা ইনসান হয়ে যাব ধ্বংস?


হিসেবে যে গড়মিল রইয়েই যাচ্ছে!