স্বপ্নেরা হাতছানি দিচ্ছে আমায়,  
তার বাহুতলে ডাকছে।
সে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে ছোয়ার জন্য,
তাকে রুপের জগতে নেওয়ার জন্য, তাকে নিয়ে খেলার জন্য, ।
মিথ্যা সুন্দরে বিভোর,
নেশায় মত্ত নির্বিঘ্নে হেলায়,
ঘোর অমানিশায়,  
কেটে যাচ্ছে পুজিতে থাকা স্বল্প সময়।
আসার লক্ষ, উদ্যেশ্য,
সবগুলোই  চাপা পড়ে যাচ্ছে আমার।  সময়ের অভিশাপে ধংস হয়ে যাব আমি।
আমাকে জাগতে হবে,
উঠতে হবে ,
অমানিশা নেশা থেকে ফিরতে হবে।  
আনতে হবে তাকে যে অপেক্ষা করছে,  তুলে আনতে হবে সেটা যেটার জন্যই আমার আগমন,।