নীল আকাশ আমায় কাছে ডেকে
ভালোবেসে দেখায় তাঁর বিশাল বিস্তৃত  সীমানা।
দিনের সূর্য তার কিরণে আমায় করে আলোকিত, প্রফুল্ল।


নির্জন রাত আমায় আপন করে ডাকে তাঁর কাছে।
তাঁর গাঢ় কালো, সৌন্দর্য আমায় দেখিয়ে দেয় বিশ্বাস করে।


কিন্তু, প্রিয় তুমি ত আমায় কখনো বললে না, একটু কাছে ডাকলে না।


তবে, চাঁদ  আমায় প্রকাশ করে তার সৌন্দর্য  নির্দ্বিধায়।
মধ্যরাতের আলতো একটু চোখের ছোঁয়ায়।


বৃষ্টি মাঝে মাঝে ভিজিয়ে দেয় আপন মনে, আমার সাথে সে ও কেঁদে উঠে বেঁকোল হয়ে।
তবে, তুমি ত কখনো আমার সাথে একবেলা কাঁদলে না।
পাশে বসে একটু হাসলে না।


আমায় তাহলে, কি'বা দিলে তুমি প্রিয়?
রাশিরাশি দুঃখ ব্যাতিত।