ধর্মকে আফিম বলে মানবতার
পিণ্ডি চটকে দিলেন মার্ক্স
শেকল ছেঁড়া গানের ভাষায়
মানুষরা সব পশু হলো।


ধনতন্ত্রের দোর্দণ্ড প্রতাপে
কুব্জ দেহ, ন্যুব্জ মেরু
ঋক্ত, ঋক্ষ, শীর্ণ, দীর্ণ
দুঃখ-ক্লিষ্ট জীবন শুরু।


নরেশ, তুমি  আছো তো বেশ
"সাতে পাঁচে নেই" বলে
ঘুরছ ভুবন স্ফূর্তি অশেষ
ভবিষ্যতের চিন্তা ফেলে।


পাশের ঘরে  লাগলে আগুন
তোমার টুই কে বাঁচাবে
পুকুর থেকে জল বইতে
কাকে তখন সঙ্গে পাবে?


জাগো বন্ধু জাগো এবার
সমর ক্ষেত্রে নামো
যুদ্ধে কর শুদ্ধ ভুবন
কোমর বেঁধে নামো।