এ কথা মানতেই হবে, এই আসরে কয়েকজন ছাড়া আমার মত বাকী সবাই আনকোরা কবি--ভাবে ভাবনায়--শব্দে ছন্দে--অঙ্গ-সঞ্চালনে। তাই বৈয়াকরণিক দৃষ্টিতে বানান শুদ্ধি কিছুটা অপ্রত্যাশিত হলেও, অতি সাধারণ বানাগুলিও ভুল হলে খুবই চোখে লাগে--ঠিক যেন চোখে বালি পড়ার মত। বিষয়টি স্পর্শকাতর হলেও আসরের নান্দনিক সৌকর্য অক্ষুণ্ণ রাখতে হলে এ ব্যাপারে আমাদের একটু নজর দেওয়া দরকার।
এতে করে শুধু আসরের শ্রীবৃদ্ধিই হবে না, আমাদের নিজেদেরও
মাননিক বিকাশ ঘটবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করি ও সকলের আন্তরিক সহায়তা কামনা করি।
প্রীতি ও শুভেচ্ছা সহ--