যে ধর্ম সভ্যতার মুখে
একপ্রস্থ কালি লেপে দিয়ে
মানবতার কবর রচনা করে দেয়
ধিক্কার জানাই সেই ধর্মকে
ধিক্ সেই ধর্মকে--ধিক্ শত ধিক্।


ধিক্কার জানাই সেই ধর্মকে
যা মানুষের টুঁটি চেপে ধরে
স্তব্ধ করে দেয় জীবন
পদে পদে বজ্র-বেড়ী পেরিয়ে
রুদ্ধ করে দেয় চলার পথ।
ধিক সেই ধর্মের ধ্বজাধারীদের
ধিক্ সেই ধর্মকে--ধিক্ শত ধিক্।


ধিক্কার জানাই সেই ধর্মকে
যা গলা পচা মৃতদেহের স্তূপে
জীবন্ত মানুষকে ঠেলে দেয় নরককূপে
যে ধর্ম বেতে বেতে রক্ত ঝরিয়ে
আর্তের শেষ নিঃশ্বাসটুকুও কেড়ে নেয়
ধিক্ সেই ধর্মকে--ধিক্ শত ধিক্।


ধিক্কার জানাই সেই ধর্মকে
যা উন্মাদ করে উদভ্রান্ত করে
বর্বর, হিংস্র , বিষাক্ত করে তুলে
যা জন্মদাতৃ মা-কেও অকুণ্ঠচিত্তে
হত্যা করে নির্দ্বিধায়
ধিক্ সেই ধর্মকে--ধিক্ শত ধিক্।


সভ্যতার আজ চরম সংকট,
মানবতার মুক্তি চাই
নচেৎ আধুনিকতার তথাকথিত
মিথ্যা আস্ফালনের কঙ্কালসার
চেহারাটা বিশ্ব মানচিত্রে
ফুটে উঠতে আর দেরী নেই।


সবার উপরে মানুষ সত্য
এই চরম সত্যের রঙ্গমঞ্চেই
মানুষ জাতের সমস্ত নাটক-নৃত্য
অভিনীত হোক--এর উপরেই গড়ে উঠুক
এক সার্বজনীন ধর্ম --মানব ধর্ম
বাঁচার অন্য কোন পথ নেই।