হমায়ুনময় হিমু
-------------------


কি অদ্ভুত, আমি কি হিমু হলাম নাকি
আজ দিনটা কেন যানি - অন্যরকম
হঠাৎ গড়ায় অশ্রুজল চোখের কোনে,
দিন শেষে বিষন্ন আমি ঘরে ফিরি হাতে নিয়ে সিগারেট।
অদ্ভুত চাহনি সবার চোখেমুখে
সত্যিই কি তাহলে-
একটা হাত পিছন টেনে ধরে সজোড়ে
হলুদ পান্জাবি কখন পড়েছি - কি অদ্ভুত মিল।
না চটজলদি নিজেকে সামলিয়ে দরজা বন্ধ
এরকম কিভাবে- এলোমেলো বন্ধুর আড্ডায়
হিমুর ছায়া কিভাবে গ্রাস করেছিল আজ
নিজেকে বীরপুরুষ ভাবতেই নীড়ার হাতে আমার হাত।
ভালবাসবে কিনা বলো -
এ এক অন্যরকম আমি যেন বর্ষায় ফাল্গুন,
কৃষ্ণনের আবদার,রাঁধার না বলায় কি আসে যায়।
দরজায় কড়া নাড়ছে কেউ,
হিমু খেতে আয়- না আমিতো হিমু নই
বেলকুনিতে দাড়িঁয়ে আকাশ পানে আমার চাহনি
রাতের নিস্তব্ধতায় বিলীন হোক সবকিছু
আমি আর আমার অস্তিত্ব।
এই হিমুময় জীবনটাইতো ভালো
না হয় একদিনের ক্ষতি কি-
শ্রাবন আর ফাল্গুন এ শুধু হিমুর জন্য।