অদৃশ্য
---------


হৃদয়কে তো কখনও পারিনি ভগ্নাংশে ফেলতে
কষ্টেরও জানি শেষ আছে,
দরজায় যখন কড়া নাড়ে অভিশপ্ত অতীত
ভূলের ব্যাপকতা গ্রাস করে আমার অস্হিত্ব।


রক্তক্ষরণ অবিরত বুকের বাম দিকে
সহসাই হারাবো গন্তব্য যা চির চেনা
সেরকম পথচলা হয়নি কোন দিন।


দমকা হাওয়া বেসামাল করেছে
অনাবৃত শরীর করেছে পরাজিত
তবুও কষ্টের পালে লাগেনি দোলা।


আজ ক্লান্ত- যেন নিজেকে খুঁজেফিরি
দূর দিগন্তে যে স্বপ্নিল আকাশ,
মেঘের আবছায়া - আমি মরিচীকা হয়ে
ফিরতে চাই আপন আলোয়।


আজ না হয় কাল অথবা আরও কিছুদিন
হৃদয়ে জমে থাকা বিষাক্ত রক্তকণা
নিংশ্বাসে মিশে থাকা অক্সিজেন
পরে থাকা নিথর দেহ -
শিহরন তুলবে না অন্যের অস্হিত্বে।


হৃদয়ের রক্তক্ষরণ- আমার চারপাশ
সবকিছু থাকবে পরে, শুধু থাকবোনা আমি
আর আমার অভিশপ্ত দেহ পিঞ্জর...


“ ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস”