ভাললাগা
————
ভাললাগার গল্প গুলোন কেন এমন হয়
কাছে পাবার প্রবল ইচ্ছের নিউরন গুলো
খেলা করে সমস্ত শরীর জুড়ে।
সময়ের অপেক্ষায় থাকা ক্ষণগুলো
প্রতিনিয়ত পাহাড় সমান হতে থাকে,
বিস্তর ব্যবধান তবুও কাছে পাবার প্রবল ইচ্ছে
ঘুরপাক খায় মস্তিষ্কের সচল রক্ত কনিকায়।


দ্বিগবিদিক শুন্যতায় মিথ্যে ঘুনপোকা
যতই দুরে রাখুক না কেন-
হৃদয়ের গভীরে ভাললাগার যে ক্ষত,
শত চেষ্টায় দুরে রাখবে সাধ্য কার।


দুর দিগন্তে যে রেখা কিছুটা অস্পষ্ট
ছুঁয়ে দেখার প্রবণতা যেমন কাছে টানে,
ভাললাগার সময় গুলো তেমনি অনন্তকাল
জমে থাকে স্মৃতির মনিকোঠায়।


ভাললাগার গল্প গুলোন কেন এমন হয়
তীক্ষ্ণ অবয়ব ঝড় তোলে দিনমান,
ভেজা চুলে পদ্ম হাতে অনবরত বৃষ্টি
নিজেকে হারাতে ইচ্ছে হয় শরীরি ভাঁজে।


আমি ভিজতে এসেছি ভেজানোর জন্য
ভাললাগার অমৃত সুধা যখন নিয়েছি গলায়
গল্প গুলো সত্য হবে না তা কি করে হয়।