শুনেছি কবিদের পিছুটান থাকতে নেই
কেন ? সে ব্যাখ্যা কেউ করেনি ,
তবে যদি না থাকে প্রেম বিরহ ব্যাথা
কবিতা হবে কে , কোন কবি তা লেখেনি ।


আমি তাই বার বার ফিরি
আছড়ে পড়ি কবিতার বুকে ,
এই কি তবে পিছু ফেরা ?
নাকি ঋণ, অসহায় কবিতার ডাকে ।


ক্ষুধা নিবারনে যদি ফিরি শস্য মাঝে
তাও কি হবে পিছু ফেরা ?
আটকে রেখে নাসিকা বায়ু
ফেরার রইবেনা কোনো তাড়া ?
বদ্ধ রেখে নয়ন জোড়া
ফিরবো না দৃষ্টিতে ভুবন পরে ?
জমিয়ে ময়লা অতীত স্মৃতি
উড়াবে না কোনো ঝড়ে ?


যে ঘরে রয় মোর প্রেয়সি
আমি ফিরি সে ঘরে ,
হোক তা পিছুটান কিংবা
অন্তঃ টান দুটি অন্তরে ।


না ফিরি যদি প্রেয়সির ঘরে
কে হবে কবির কবিতা, ছন্দ ,
থাক আমার পিছু টান
হোক তা অধিকের ও মন্দ ।