বর্ণ খেলা মত্ত বীণা
কার্য কি তার নাশে,
স্বর বর্ণ হাতে মোর
ব্যাঞ্জন রাখি পাশে!
ঘুপছে ঢাকা সকল ঘোরে
হয়তো রেখেছিনু ক’বে,
বর্ণ কিছু এখনো বাকী
কি’বা করি তবে!
লইতে গিয়ে হারায় কিছু
পালায় কেহ ডরে,
কি করে করি সৃষ্টি তার ই
একটুও নাই স্বরে!


মিল অমিল ক্ষান্ত দারুন
শুধুই এলোমেলো,
“ ঙ ” খুজি ব্যাঙ্গ করে
চন্দ্র কথা গেলো!
ং বলে ৯ নং এ
রেখো মোরে বেধে,
“ঞ” যায় মিঞা বাড়ি
আপন সাধে সেধে!
স্বর কহে ব্যাঞ্জন রাখো
চলি একা পাছে,
কি যে করি দু’দলেরে
বোঝাবো কি মিছে!


“ ৎ ” কহে সৎ আমি
ফোকলা দাতে হেসে,
৺ এর আড়ি দেখবো চাঁদ
কাহার পাশে বসে?
যে যাই বলুক অমুক তমুক
বন্ধু তোরা ভাই,
কেন এই অনর্থক আশ
কষ্ট যেনো বৃথায়!
গড়েছি বহু বর্ণ তবু
নাই বুঝি আর বাকী,
আয়রে আয় সবাই
একলা একাই ডাকি!


হ য ব র ল শেষ হলেও
জয়ী ব্যাঞ্জন সার,
স্বরের ঘরে দুঃখ কি আর
যে যার আপন তার!
আমি হীনা তুমি কি আর
চলবে একা পথে,
স্বর ব্যাঞ্জন খেলবে তবু
বাক্য বিনায় রথে!


বর্ণ পাশে বর্ণ বসে
গড়বে মহাকাল,
সুরের ভয়ে সুর হারায়
তুলি ভুল তাল!
ব্যাঞ্জন বাড়ী নেমন্ত্রন মোর
লইবো কি আর হাতে,
ভেবেছিলুম বেশ বহুক্ষণ
স্বর লই যেনো সাথে!
ব্যাঞ্জন ঘরে স্বর রহে
দেখি না কেমন হয় !
না হয় হলেম অধম তবু
কেনো রে কিসের ভয়!!!!